সারা বাংলা

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৮

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক এবং হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকর চালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার নবীন শেখ (২২) হেলপার রাশেদ (৩০)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী লিজা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রাশেদ প্রাণ হারান। 

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় চালক নবীন শেখের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ এবং আহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।