সারা বাংলা

রামুতে তরুণকে গুলি করে হত্যা

কক্সবাজারের রামুতে শফিউল আলম ওরফে লেদাপুতু (২৮) নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

শফিউল আলম মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে ও আলোচিত ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে দাবি পুলিশের।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত আব্দুর রহিম বাহিনীর সদস্যরা শাহীন ডাকাতের সহযোগী শফিউল আলম ওরফে লেদাপুতুকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আব্দুর রহিম ওরফে রহিম ডাকাত (২৪) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, কারাগারে বন্দী ডাকাত শাহীনের চিহ্নিত সেকেন্ড ইন কমান্ড ছিলেন শফিউল। শাহীন গ্রেপ্তার হওয়ার পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রহিম ডাকাতের সঙ্গে শফিউলের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।