বিনোদন

মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভর পোস্টে ছুঁয়ে গেল ভক্তদের মন

মায়ের শূন্যতা কখনোই পূরণ হয় না। সময় শুধু স্মৃতিগুলোকে আরও স্পষ্ট করে তোলে। চিত্রনায়ক আরিফিন শুভর জীবনে এমনই এক বেদনাবিধুর দিন ২৪ জানুয়ারি। ২০২৩ সালের এই দিনে তিনি হারিয়েছিলেন তার মা খাইরুন নেছাকে।

মায়ের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন শুভ। ছাদবাগানে মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে তিনি ফিরে গেছেন সেই সময়ের কাছে, যখন মা ছিলেন তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়।

ছবির ক্যাপশনে শুভ লেখেন, “কামিনী, কাঠগোলাপ আর বেলি মায়ের পছন্দের ফুল। ছাদে তার প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা। আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব, বলব—‘মা, আমার জন্য একটু দোয়া করো।’ কিন্তু… মা আল্লাহর কাছে আজ দুই বছর। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।”

এই কয়েকটি লাইনের মাঝেই ধরা পড়ে এক সন্তানের গভীর শূন্যতা, না বলা কষ্ট আর মায়ের জন্য নিঃশব্দ আকুতি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাইরুন নেছা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। প্রায় আট বছর ধরে ঢাকার বাসায় আরিফিন শুভর সঙ্গেই থাকতেন তার মা। ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। এর পাশাপাশি বয়সজনিত নানা শারীরিক জটিলতাও ছিল।

মায়ের স্মৃতিতে লেখা শুভর এই পোস্ট মুহূর্তেই ভক্তদের আবেগতাড়িত করে তোলে। অনেকেই মন্তব্যে প্রয়াত খাইরুন নেছার রুহের মাগফিরাত কামনা করেছেন।