সারা বাংলা

আগে আওয়ামী লীগ, এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘আগে লড়াই হতো আওয়ামী লীগের সঙ্গে। এবার লড়াই হচ্ছে অদৃশ্য শক্তির সঙ্গে।’’

শনিবার(২৪ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকা কালিকা গাও ডি হাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারের সময় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আগে নৌকা আর ধানের শীষ লড়াই করতাম। তখনকার লড়াই ছিল অন্য রকম। এবার লড়াই হচ্ছে অদৃশ্য শক্তির সঙ্গে। দেখতেই পাই না, কারা আসতেছে আমাদের সামনে।’’

তিনি বলেন, ‘‘তারেক রহমান একজন তরুণ ও উদ্যমী নেতা। সে দেশ ও জাতির জন্য কাজ করতে চায়। আপনারা আমাদের সুযোগ দেন।’’