আন্তর্জাতিক

নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে জাতীয় নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব বলেন , “নির্বাচনে অনিয়ম হলেই তারা (জামায়াত) ক্ষমতায় আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।”

তিনি বলেন, “জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।”

এর আগে তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।”

বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না প্রসঙ্গে জানতে চাই শ্রিংলা বলেন, “বাংলাদেশে আমি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছি, আমার অনেক বন্ধু রয়েছে সেখানে। তাদের সাথে যতবার কথা হয়েছে তারা বলেছে বাংলাদেশ অনেক বড় ভুল করছে। এটা অন্তর্বর্তী সরকার এটা স্থায়ী সরকার তো নয়। নির্বাচনের মাধ্যমে তাদেরকেও জিতিয়ে আনেনি। জনগণ তাদের নিয়ে আসেনি তারা নিজেরাই চলে এসেছে। তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের খেলাধূলার ভবিষ্যতের বিষয়ে। সেটা ঠিক নয় এবং সেটা তাদেরই ভাবার বিষয়, আমাদের নয়।”