সারা বাংলা

জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে। ফিলিস্তিনে যখন মানুষ হত্যা করা হচ্ছে তখন এই আঁতাত বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। ওয়াশিংটন পোস্টে যে নিউজ প্রকাশিত হয়েছে তার সত্যতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাই।’’

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও-১ আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা কোনো বিশেষ দেশের অনুসারী হব না। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশি; এটাই আমাদের পরিচয়।’’

এর আগে, তিনি একই ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।