ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘চেয়ারস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিভাগীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিভাগের ১৩তম ও ১৪তম ব্যাচের বিএসএস (সম্মান) ও এমএসএস (মাস্টার্স) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৭ জনকে এবং ‘পিএমআইআর’ পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ৭ জনকে এই সম্মাননা দেওয়া হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অ্যাম্বাসেডর মুহাম্মদ আব্দুল মুহিত ও পিএমআইআর প্রোগ্রামের পরিচালক অধ্যাপক এহসানুল হক।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন, নূর নাহার সুকন্যা, কাজী আশজাদ হোসেন, রাফিউল করিম, তাহিয়া আফরা জান্নাতি, কাওসার উদ্দিন মাহমুদ, আনিম শাহরিয়ার মৌন, নুসরাত তাসনিম, ফারিয়া ইসলাম, তাবাসসুম এলাহী, সৈয়দা মুবাশ্বির মাহজাবিন নাহিয়ান, ফেরদৌসী জামান, মোজাহিদুর রহমান সুফি, আহমদ শামস কাদির, জাহিদুর রহিম, শেখ মোহাম্মদ হাসিব আজিজ, মো. শোয়েব রিফাত ওমি, মো. রফিকুর রহমান এবং গাজী মোস্তফা ফুয়াদ।