সারা বাংলা

বাংলার মানুষ এবার ঐক্যবদ্ধ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ভিনদেশী শক্তি যুগের পর যুগ বাংলার মানুষের মাথার ওপর তাদের দোসরদের বসিয়ে রক্ত চুষে খেয়েছে। তবে, বাংলার মানুষ এবার ঐক্যবদ্ধ। তারা আর কোনো দোসর দেখতে চায় না। বাংলার মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরা গড়তে চায়।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী-২ আসনে দশ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি সমাবেশে বাউফল উপজেলা পাবলিক মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলি—ইনসাফের যে বাংলাদেশ গড়ার জন্য ওসমান হাদিরা শাহাদাত বরণ করেছেন। ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়েই ছাড়ব ইনশাল্লাহ।

বাউফল উপজেলা জামায়েতের আমির মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।