বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে নির্বাচনি মহাসমাবেশে বক্তব্য রাখবেন। ২০ বছরের বেশি সময় পর চট্টগ্রামের মাটিতে পা রাখা তারেক রহমানকে এক নজর কাছে থেকে দেখতে এবং তার বক্তৃতা শুনতে সকাল থেকে পলোগ্রাউন্ড অভিমুখে জনস্রোত তৈরি হয়েছে। এই সমাবেশে ১০ লাখ মানুষ উপস্থিত থাকবেন এমনটি প্রত্যাশা করছে বিএনপি।
চট্টগ্রাম মহানগরী ছাড়াও জেলার ১৬টি নির্বাচনি এলাকা থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় নেতাকর্মী-সমর্থকরা মহাসমাবেশে আসতে শুরু করেছেন।
তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন ২০০৫ সালে। এর পর আজ পলোগ্রাউন্ড ময়দানে বক্তব্য রাখবেন। এই বিশাল ময়দানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সর্বশেষ বক্তব্য রেখেছিলেন ২০১২ সালে।
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি আয়োজিত এই মহাসমাবেশে অংশ নিতে তারেক রহমান শনিবার রাতেই চট্টগ্রামে পৌঁছান। অবস্থান করেন চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ হোটেলে।
বিএনপি নেতারা জানিয়েছেন, আজ সকাল ৯টায় রেডিসন ব্লু বে ভিউ হোটেলে তারেক রহমান ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমান চট্টগ্রামে এসেছেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরবেন তিনি। তারেক রহমানের বক্তব্য শুনতে ইতোমধ্যে পলোগ্রাউন্ড অভিমুখে জনস্রোত সৃষ্টি হয়েছে। আজকের সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।”
চট্টগ্রামের সমাবেশ শেষ করে তারেক রহমান বিকেলে ফেনীর পাইলট কলেজ ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন। পরে বিকেল সাড়ে ৫টায় তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠের সমাবেশে বক্তব্য দেবেন। পরে সন্ধ্যা ৭টায় কুমিল্লার সুয়াগাজীর ডিগবাজী মাঠে এবং রাত সাড়ে ৮টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।