টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দল ঘোষণার মধ্যেও বড় প্রশ্ন থেকেই যাচ্ছে- পাকিস্তান আদৌ এই টুর্নামেন্টে অংশ নেবে কি না? বাংলাদেশের বাদ পড়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মন্তব্যে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার একদিন পরই এই দল ঘোষণা করা হলো।
ঘোষিত স্কোয়াডটি এবং ২৯ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের দল প্রায় একই রকম। একমাত্র পরিবর্তন- দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। প্রধান কোচ আকিব জাভেদ স্পষ্ট করেছেন, স্কোয়াড ঘোষণার সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, “আমরা নির্বাচক, আমাদের কাজ দল নির্বাচন করা। অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।”
আইসিসির ৩০ জানুয়ারির সময়সীমার কারণে অস্ট্রেলিয়া সিরিজে পারফরম্যান্স যাচাইয়ের সুযোগ পায়নি পাকিস্তান। এর বড় ফল- বিগ ব্যাশ লিগের সর্বোচ্চ উইকেটশিকারি হারিস রউফের বাদ পড়া। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যয়বহুল ওভারের পর থেকেই তিনি নির্বাচকদের ভাবনায় পিছিয়ে পড়েছেন বলে জানা যায়।
অন্যদিকে, বিবিএলে ব্যাট হাতে ভুগলেও বাবর আজম জায়গা করে নিয়েছেন নিজের চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১১ ইনিংসে ২০২ রান করলেও তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৩.০৬, যা ২০০+ রান করা খেলোয়াড়দের মধ্যে সর্বনিম্ন। সিডনি সিক্সার্সে শেষ দিকে বিতর্কও ছিল, তবে দেশে ফিরে জাতীয় দলে ডাক পান তিনি। উল্লেখযোগ্যভাবে, এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবার খেলবেন অধিনায়কত্ব ছাড়াই। দলের নেতৃত্বে থাকবেন সালমান আগা।
শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় পেস আক্রমণে কাটছাঁট করে স্পিনে জোর দিয়েছে পাকিস্তান। বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও সালমান মির্জা। স্পিন বিভাগে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও উসমান তারিক- চারজনই দলে।
পাকিস্তান বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে। মাঠের প্রস্তুতি থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তই এখন চূড়ান্ত নিয়ামক।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।