সারা বাংলা

ফেনীতে তারেক রহমানের সভা, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক জেলা ফেনীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য দেবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে সভাস্থলে জড়ে হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। ফেনী ছাড়াও সভায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে প্রবেশে ফেনী সরকারি কলেজ ফটকে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানে করে আসছেন নেতাকর্মীরা। তারা শহরের প্রবেশমুখে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক ধানের শীষ শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছেন বহু নেতাকর্মী।

নোয়াখালীর চাটখিল থেকে আসা হাবিবুর রহমান বলেন, ‍‍“আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার এ সুযোগ হাতছাড়া করতে চাইনি।”  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, “তারেক রহমানকে মর্যাদার সঙ্গে বরণ করা হবে। বেগম খালেদা জিয়ার জেলার মাটিতে বিএনপির শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে। এমন সমাবেশ হবে যেন সবাই ধানের শীষে ভোট দেয়। দলের প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে ফেনীকে উত্তাল করবেন। এই জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।”

বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এ ছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।