রাজনীতি

হাতীবান্ধায় বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট-১ (হাতীবাদ্ধা-পাটগ্রাম) আসনের টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারি এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনি প্রচারে যায়। প্রচারে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে উত্তেজনা ও সংঘাত চলছে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তেজিত কর্মীরা রাস্তায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

এই ঘটনার জন্য দুই দলই একে অপরকে দায়ী করছে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ গণসংযোগে জামায়াতে কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে, জামায়াত নেতারা দাবি করেছেন, বিএনপি কর্মীরাই উস্কানিমূলক আচরণের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত করেছে এবং তাদের কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ কিছুটা স্বাভাবিক থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা রিটার্নিং কর্মকর্তা এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান ওসি।