সারা বাংলা

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রাম, কলাগাছি ও কাঞ্চনপুর (আরকেকে) জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মিয়ার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষক বাবু মিয়া নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে রবিবার দুপুরে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী ক্লাস বর্জন করে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে প্রধান শিক্ষক কিবরিয়া কামাল বিচারিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যায়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী খাদিজা খানম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী শুভ সরকার অভিযোগ করে বলেন, “শিক্ষক বাবু মিয়ার স্বভাব-চরিত্র ভালো নয় এবং এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিবরিয়া কামাল সাংবাদিকদের জানান, ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে এবং অভিযুক্ত শিক্ষককে তিন দিনের নৈমিত্তিক ছুটি দেওয়া হয়েছে।

অভিযুক্ত সহকারী শিক্ষক বাবু মিয়ার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।