সারা বাংলা

রাজশাহীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছের পাঁচজন। নিহত ও আহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম শান্ত ইসলাম (২৪)। তার বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুইজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ এবং মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, অজ্ঞাত পুরুষ ও নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অর্থোপেডিক ও নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, দুইজনের অবস্থা গুরুতর।