খেলাধুলা

বাংলাদেশ নিয়ে মুছে ফেলা টুইটের ব্যাখ্যা দিলেন গিলেস্পি

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে আইসিসির সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করে টুইট করে পরে তা মুছে ফেলেছিলেন জেসন গিলেস্পি। এবার সেই নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ও পাকিস্তানের সাবেক কোচ।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইসিসির সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন গিলেস্পি। তার মূল প্রশ্ন ছিল, বাংলাদেশ কেন ভারতের বাইরে গিয়ে ম্যাচ খেলার সুযোগ পেল না, যখন অতীতে অন্য দেশকে সেই সুবিধা দেওয়া হয়েছিল?

এখন মুছে ফেলা সেই পোস্টে গিলেস্পি লিখেছিলেন, “আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ তাদের ম্যাচ ভারতের বাইরে খেলতে পারল না? আমার মনে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের দেশের বাইরে ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হয়েছিল। কেউ কি বিষয়টা পরিষ্কার করতে পারে?”

এই টুইট দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় নানা জল্পনা। কেন পোস্টটি মুছে ফেললেন- এই প্রশ্নে ভক্তরা তাকে ট্যাগ করতে থাকেন। শেষ পর্যন্ত এক ভক্তকে জবাবে গিলেস্পি জানান, অনাকাঙ্ক্ষিত আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কারণেই তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন।

“একটা সাধারণ প্রশ্ন করায় আমাকে গালাগাল করা হচ্ছিল, তাই পোস্টটি মুছে ফেলেছি,” -সংক্ষেপে লেখেন তিনি।

প্রসঙ্গত, শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশের জায়গায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আইসিসি জানায়, ভারতের ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে, কারণ কোনো “বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি” পাওয়া যায়নি।

স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে ইউরোপীয় দলটি।

গিলেস্পির বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে আইসিসির সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতাG যা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে প্রশ্নের শেষ নেই।