ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছে, তিনি চান তার সরকার সেপ্টেম্বরে পরবর্তী স্কুল বছর শুরু হওয়ার আগে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুক। কারণ ফরাসি শিশুদের মস্তিস্ক চীনা কিংবা আমেরিকান প্ল্যাটফর্মে বিক্রির জন্য নয়।
শনিবার রাতে সিএনএন-এর ফরাসি সহযোগী বিএফএমটিভি প্রকাশিত একটি ভিডিওতে ম্যাঁখোকে এ কথা বলতে শোনা গেছে।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, “আমাদের শিশু এবং কিশোর-কিশোরীদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। আমেরিকান প্ল্যাটফর্ম বা চীনা অ্যালগরিদমের কাছে তাদের আবেগ বিক্রির জন্য নয় বা তাদের কাজে লাগানোর জন্য নয়। আমরা ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছি এবং আমরা আমাদের উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি এটি একটি স্পষ্ট নিয়ম - আমাদের কিশোর-কিশোরীদের জন্য স্পষ্ট, পরিবারের জন্য স্পষ্ট, শিক্ষকদের জন্য স্পষ্ট।”
ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকা নিষিদ্ধ করা হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতি থেকে তরুণদের রক্ষা করার জন্য ক্রমবর্ধমান সংখ্যক পশ্চিমা দেশ ব্যাপক আইন প্রণয়ন করতে চাইছে। সম্প্রতি শিশুদের অনলাইনে নিরাপদ রাখার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাজ্য। এরমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত।