লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে দাড়িপাল্লার পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের হাতাহাতিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বশিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি মো. তারেক। আহত অন্যরা হলেন- ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন, জামায়াত কর্মী আবু তৈয়ব, জুয়েল হোসেন, রিয়াদ হোসেন। তাদের স্থানীয় পোদ্দার বাজারের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক বলেন, “লক্ষ্মীপুর-২ আসনে দাড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। তার পক্ষে পোদ্দার বাজারের পাশের একটি বাড়িতে জামায়াতের মহিলা কর্মীরা প্রচারে যান। স্থানীয় বিএনপির লোকজন প্রচারে বাধা দিয়ে গালমন্দ করে। ইউনিয়ন জামায়াতের আমির ঘটনাস্থলে গেলে সেখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্ব হামলা হয়। আমাদের চার-পাঁচজন নেতাকর্মী আহত হন।”
ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান বলেন, “এখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে।”
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “ভোট চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের জন্য পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো পক্ষ থেকে আমরা অভিযোগ পাইনি।”
এই ঘটনার পর জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে।