সারা বাংলা

কুষ্টিয়ায় পোস্টাল ব্যালটের জন্য ১৬ হাজারের বেশি আবেদন

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশ মিলিয়ে ১৬ হাজার ২৪১ জন আবেদন করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার অডিটরিয়ামে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করার আগে এ তথ্য জানানো হয়। 

ব্যালট বাক্স সিলগালা কর্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। 

সিলগালা কার্যক্রমের আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিদেশ থেকে ১ হাজার ১৫১ জন ও দেশ থেকে ২  হাজার ৪৪৪ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিদেশ থেকে ২ হাজার ১০৯ জন ও দেশ থেকে ২ হাজার ৫৩৪ জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিদেশ থেকে ১ হাজার ৩৯১ জন ও দেশ থেকে ২ হাজার ২৬১ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিদেশ থেকে ১ হাজার ৪৫ ও দেশ থেকে ৩ হাজার ৩০৬ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন।

জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, “পোস্টাল ভোট আমাদের কাছে নতুন সংযোজন। এটি একটি অত্যন্ত কার্যকর এবং স্বচ্ছ ব্যবস্থা বলে মনে হচ্ছে।”