সারা বাংলা

আজ ঝিনাইদহে যাচ্ছেন জামায়াতের আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারে অংশ নিতে সোমবার (২৬ জানুয়ারি) ঝিনাইদহে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি জনসভায় যোগ দেবেন। জেলার ছয়টি উপজেলার নেতাকর্মীরাও প্রস্তুত দলের প্রধানকে বরণ করে নিতে।

জামায়াত আমিরের সফরকে সামনে রেখে রবিবার উজির আলী স্কুল মাঠে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। গত শনিবার এ বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনও করেছে দলটি।

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, ‍“নির্বাচনে দলীয় নেতাকর্মী ও আপামর জনগণের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমিরে জামায়াত। ঝিনাইদহবাসী অধির আগ্রহে তার আগমনের অপেক্ষায় রয়েছেন।”