যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বিমানবন্দর থেকে আটজন আরোহী নিয়ে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার (এফএএ) তথ্যানুসারে, এ দুর্ঘটনায় আরোহীদের অবস্থা বা তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর রয়টার্সের।
এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (২৫ জানুয়ারি) রাত প্রায় পৌনে ৮টার দিকে ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ইঞ্জিনবিশিষ্ট বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০’ মডেলের জেট বিমানটি বিধ্বস্ত হয়। সংস্থাটি আরো জানিয়েছে যে, তারা বিষয়টি নিয়ে তদন্তের পরিকল্পনা করছে।
রয়টার্সের প্রতিবেদনে অনুসারে, এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। রয়টার্সকে দেওয়া একজন সরকারি কর্মকর্তার তথ্যমতে, দুর্ঘটনার পরপরই সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
আবহাওয়ার প্রতিবেদনে দেখা গেছে, দুর্ঘটনার আগে বিমানবন্দর এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছিল। তবে আবহাওয়া এই দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। ব্যাঙ্গরসহ মেইনের অধিকাংশ এলাকায় সেসময় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি ছিল।
এফএএ জানিয়েছে, তারা জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের সঙ্গে দুর্ঘটনার তদন্ত করবে।