ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীরা কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেব স্বাক্ষরিত রিটার্নিং অফিসারদের পাঠানো পরিপত্র-১৫ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকগণ যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোন প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন অথবা আচরণ বিধিমালার পরিপন্থি কোনো কার্যক্রম না করেন সে বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরিপত্রে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবে না। নির্বাচনি প্রচারের উদ্দেশ্যে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বা উক্তরূপ কোন প্রকার প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে।
ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ছাড়া অন্য কোন প্রকার বাক্স ব্যবহার করা যাবে না উল্লেখ করে আরো বলা হয়, এজন্য একই ধরনের ভিন্ন ভিন্ন নম্বর যুক্ত স্বচ্ছ ব্যালট বাক্স এরইমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। প্রত্যেক ভোটকক্ষের জন্য ১টি করে এবং প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ১টি অতিরিক্ত হিসেবে ব্যালট বাক্স দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ভোটকক্ষে একই সঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।