ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম। রবিবার (২৫ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
পদ্ম অ্যাওয়ার্ডের ওয়েবসাইট অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। এগুলো হলো—পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার পদ্মবিভূষণ বিভাগে ৫ জন, পদ্মভূষণ বিভাগে ১৩ জন এবং পদ্মশ্রী বিভাগে ১১৩ জন এই পুরস্কার পাচ্ছেন।
সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। চলুন জেনে নিই কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন—
পদ্মবিভূষণ ১. ধর্মেন্দ্র ২. এন. রাজম
পদ্মভূষণ ১. অলকা ইয়াগনিক ২. মাম্মতি ৩. পীযুষ পান্ডে ৪. শতবাধনী আর গণেশ
পদ্মশ্রী ১. অনিল কুমার রাস্তোগি ২. অরবিন্দ বৈদ্য ৩. ভারত সিং ভারতী ৪. ভিকিয়া লাডকিয়া ডিন্ডা ৫. বিশ্ব বন্ধু ৬. চিরঞ্জি লাল যাদব ৭. দীপিকা রেড্ডি ৮. ধার্মিকলাল চুনিলাল পান্ডিয়া ৯. গাদ্দে বাবু রাজেন্দ্র প্রসাদ ১০. গফরুদ্দিন মেওয়াতি যোগী ১১. গরিমেলা বালাকৃষ্ণা প্রসাদ ১২. গায়ত্রী বালাসুব্রামানিন ও রঞ্জনী বালাসুব্রামানিন ১৩. হরি মাধব মুখোপাধ্যায় ১৪. হরিচরণ সাইকিয়া ১৫. জ্যোতিষ দেবনাথ ১৬. কালামান্ডালাম বিমলা মেনন ১৭. খেম রাজ সুন্দরিয়াল ১৮. কুমার বোস ১৯. অধ্যাপক (ড.) লার্স-ক্রিশ্চিয়ান কোচ ২০. মাধবন রঙ্গনাথন (আর মাধবন) ২১. মগন্তী মুরলি মোহন ২২. মীর হাজিভাই কাসাম্বি ২৩. নূরউদ্দিন আহমেদ ২৪. ওথুভার থিরুথানি স্বামীনাথান ২৫. পোখিলা লেকথেপি ২৬. প্রসেনজিৎ চ্যাটার্জি ২৭. আর কৃষ্ণান ২৮. রঘুবীর তুকারাম খেদকর ২৯. রাজস্থপতি কালিয়াপ্পা গউন্ডার ৩০. সাংইউসাং এস পঙ্গেনার ৩১. শরৎ কুমার পত্র ৩২. সতীশ শাহ ৩৩. সিমাঞ্চল পাত্রো ৩৪. তাগা রাম ভীল ৩৫. তরুণ ভট্টাচার্য ৩৬. তিরুভারুর বক্তাবতসালাম ৩৭. তৃপ্তি মুখার্জি ৩৮. যুবনাম যাত্রা সিং