রাজনীতি

শিবির নেতার কাণ্ডে আমিনুল হকের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর-তরুণকে ডাকসুর ছাত্রশিবির নেতা কান ধরে উঠবস করানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রার্থী আমিনুল হক।

আজ সোমবার ( ২৬ জানুয়ারি) মিরপুর-৬ এলাকায় নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে গণসংযোগকালে তিনি বলেন, “খেলার মাঠ হবে আনন্দ ও বিনোদনের জায়গা, কোনো অবস্থাতেই শাস্তির ময়দান হতে পারে না।”

ঘটনাটি ঘটেছে সম্প্রতি। ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কিশোরদের কান ধরে উঠবস করান। এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে।

আমিনুল হক বলেন, শিশু-কিশোরদের প্রতি এমন অমানবিক আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করে খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া হবে। এছাড়া চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে।

মিরপুর-৬ এলাকায় গণসংযোগে আমিনুল হক স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যা নিয়ে কথা বলেন। তিনি জানান, গ্যাস ও পানির লাইন পুনর্খনন করে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। কাঁচা রাস্তা ও ভাঙা গলি সংস্কারের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। তরুণদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা এবং অনলাইন জব ফেয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সিং সুযোগ সৃষ্টি করা হবে।

এদিন মিরপুর-৬-এর বিভিন্ন ব্লকে প্রবেশ করলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনেক বয়স্ক ভোটার তাকে জড়িয়ে ধরে দোয়া করেন। স্থানীয়রা বলেন, আমিনুল হক মাঠের মানুষ হিসেবে অলিগলিতে গিয়ে সমস্যা শোনায় তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

পথসভা শেষে তিনি মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।