রাজনীতি

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে উত্তরা অবরোধের‌ হুঁশিয়ারি

ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তার নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জানিয়েছেন। অন্যথায় উত্তরা অবরোধের‌ মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার উত্তরার বিএনএস সেন্টার এক জরুরি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করে আরিফুল ইসলাম আদিব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে দৃষ্টান্ত ব্যবস্থা নিতে হবে, তাকে বহিষ্কার করতে হবে, অন্যথায় আমরা উত্তরা অবরোধ কর্মসূচি ডাক দিব।”

আদিব বলেন, “আমাদের নেতাকর্মীদের ক্রমাগত হামলা-মামলার হুমকি দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে এই হামলার তদন্ত করতে হবে। হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় উত্তরা অবরোধের কর্মসূচি ঘোষণা করব।”

এরআগে সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় গণসংযোগকালে তার ওপর হামলার ঘটনা ঘটে। এবিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।