সারা বাংলা

সরকার গঠনের সুযোগ পেলে সব সেক্টরে বিপ্লব ঘটবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দফায় দফায় অনেক বছর দেশ চালিয়েছে দুটি দল। এবার দেশে পরিবর্তন চায় যুবকরা। ন্যায় ও ইনসাফের দেশ দেখতে চান তারা। জনগণ সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশের সব সেক্টরে বিপ্লব ঘটবে।” 

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে সিন্ডিকেটের কবল থেকে বাজার রক্ষা, নদী বাঁচিয়ে দেশকে কৃষিতে সমৃদ্ধ করা এবং চাঁদাবাজদের জন্য কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশকে সমৃদ্ধির শেখরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, “জামায়াত বেকার ভাতা দেবে না। বেকারদের হাতে কাজ তুলে দেবে।”

নারীদের নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “নারীদের ঘরে, যাতায়াতে ও কর্মস্থলে নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করবে জামায়াত। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে।”

সভা শেষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমিরে জামায়ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা আজ কুষ্টিয়ায় করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জনসভাকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া জেলার চারটি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকরা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আসতে থাকেন।