অর্থনীতি

এপেক্স ট্যানারির জমির দাম বেড়েছে ৩২৮ কোটি টাকা

পুঁজিবাজারের ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে জমির পুনর্মূল্যায়ন করা হয়েছে। পুনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির ভূমির মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কোম্পানিটির জমির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২৮ কোটি টাকা।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, মেসার্স জি. কিবরিয়া অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কর্তৃক প্রস্তুত করা ভূমির পুনর্মূল্যায়ন প্রতিবেদন পরিচালনা পর্ষদের বৈঠকে গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়েছে। এই পুনর্মূল্যায়ন কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিক আর্থিক বিবরণীর ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।

পুনর্মূল্যায়ন প্রতিবেদনের সারসংক্ষেপ অনুযায়ী, এপেক্স ট্যানারির জমির পুনর্মূল্যায়ন পূর্ব আর্থিক হিসাবে মূল্য ছিল ১৬ কোটি ৯৫ লাখ টাকা। আর জমির পুনর্মূল্যায়নের মাধ্যমে বাজার দর দাড়িয়েছে ৩৪৪ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির জমি পুনর্মূল্যায়নে ৩২৭ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ বেড়েছে। ফলে পুনর্মূল্যায়নের মাধ্যমে ৩২৭ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৭৪৯ টাকা উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পুনর্মূল্যায়ন কোম্পানির সম্পদমূল্য ও আর্থিক অবস্থানকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে। একই সঙ্গে এতে কোম্পানির ব্যালান্সশিটে সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।