ঢাকার ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিল নামের একটি চালকলে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নৈশপ্রহরী ও কর্মচারীদের হাত-পা বেঁধে প্রায় ৮ লাখ টাকা দামের ৬৩৩ বস্তা চাল লুট করে করেছে বলে অভিযোগ করেছে চালকল কর্তৃপক্ষ।
পুলিশ ও চালকল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে চালকলের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চারজন কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
কারখানার নৈশপ্রহরী মো. হযরত আলী বলেছেন, “৮-১০ জন লোক মিলের পেছন থেকে এসে আমার হাত, পা ও মুখ বেঁধে গলায় চাকু ধরে। এরপর এখানে থাকা আরো চারজন শ্রমিককে আমার সাথে মিলের অফিসের পাশের একটি কক্ষে বেঁধে রেখে চাল নিয়ে যায়। পরে আমার সঙ্গে বেঁধে রাখা একজন মুখ দিয়ে আমার হাতের বাধন খুলে দিলে আমরা বের হই। ততক্ষণে তারা চলে যায়। এরপর আমি মালিককে ফোন দিয়ে জানাই।”
চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার সকালে মিল কর্তৃপক্ষ তাদের ফোন করে জানায় যে, রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে।
চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, “রাত ৩টার দিকে ডাকাতি হলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানায়। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোর বিষয়টি আমি বুঝতে পারছি না।”
আরেক চাল ব্যবসায়ী ফরিদ বলেন, “ডাকাতি ঘটে রাত ৩টার দিকে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যবসা করছিলাম। এ অবস্থায় কী করব, বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।