খেলাধুলা

বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। সোমবার (২৬ জানুয়ারি) তিনি বলেন, “শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নকভি জানান, প্রধানমন্ত্রী বিষয়টি সব দিক বিবেচনায় রেখে সমাধান করতে বলেছেন। সব বিকল্প খোলা রেখে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি।

এই বৈঠকটি হয় এমন এক সময়, যখন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানের সম্ভাব্য বয়কট নিয়ে গুঞ্জন ছড়ায়। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ আইসিসি নাকচ করার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল। কারণ পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। প্রতিক্রিয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে।

আইসিসি অবশ্য শনিবার জানায়, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি বদলানো সম্ভব নয়। সংস্থাটি দাবি করে, ভারতে বাংলাদেশের জন্য কোনো “বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি” পাওয়া যায়নি। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের পরই পাকিস্তানের সম্ভাব্য সরে দাঁড়ানো নিয়ে আলোচনা জোরালো হয়। অবশ্য দক্ষিণ এশীয় ক্রিকেটে এমন পরিস্থিতি নতুন নয়। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে ‘হাইব্রিড মডেল’ চালু করা হয় এবং ভারতের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হয়। ২০২৭ সাল পর্যন্ত কার্যকর সেই চুক্তি অনুযায়ী, পাকিস্তানও আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এবারের বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ার কথা।

সব মিলিয়ে, ক্রিকেট ও রাজনীতির এই জটিল সমীকরণে পাকিস্তানের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব। শুক্রবার বা সোমবার সেই ঘোষণাই ঠিক করে দেবে বিশ্বকাপের পরের গল্প।