সারা বাংলা

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি।

তারেক রহমানের সমাবেশে ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর) নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে এমনটি প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। 

দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরীর সার্কিট হাউজ মাঠের জনসভার জন্য জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে শুভেচ্ছা সম্বলিত প্যানা ও ফেস্টুন। 

তারা আরো জানান, তারেক রহমানের জনসভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলু। এ সময় মঞ্চে উপস্থিত থাকবেন চার জেলার ২৪ জন দলীয় প্রার্থী।  

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম বলেন, “দুই দশক পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান।  দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভা সফল করতে ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাদের সঙ্গে নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, বিএনপি চেয়ারম্যানের এই জনসভা লোকসমাগমের দিক থেকে অতীতের সব রেকর্ড ভঙে দেবে। নিরাপত্তা বিবেচনায় জেলা ও বিভাগীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করে সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “তারেক রহমানের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে এমনটি প্রত্যাশা করছি। সমাবেশের কারণে নগরবাসীর চলাচলে সাময়িক কষ্ট হতে পারে, এ কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। জনসভা সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।”