রাজনীতি

‘আওয়ামী লীগের পথ অনুসরণ করলে পরিণতি একই হবে’

ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, ভবিষ্যতে হামলা হলে জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে। অতীতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ হামলা চালিয়ে পালিয়ে গেছে, তাদের পথ অনুসরণ করলে একই পরিণতি হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরা শহীদ মুগ্ধ মঞ্চে এক সংক্ষিপ্ত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বিকালে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উত্তরা জসিমউদ্দিন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুগ্ধ মঞ্চে এসে শেষ হয়।

এসময় তিনি বলেন, “সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল ভয় পেয়ে কাপুরুষের মতো হামলা করে, সহিংসতার মাধ্যমে তা থামানোর চেষ্টা করছে। তবে এখন থেকে জোটের নেতাকর্মীদে ওপর হামলার ঘটনা ঘটলে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে।”

আদিব বলেন, “দেশের ১৮ কোটি মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আজকের দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ। ১১ দলীয় জোট ঘোষণার পর দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মাঠে নেমেছে। এই গণজোয়ার দেখে একটি মহল ভয় পেয়ে কাপুরুষের মতো সহিংসতার মাধ্যমে তা থামানোর চেষ্টা করছে।”

তিনি আরো বলেন,“আমরা থেমে যাওয়ার পাত্র নই। শহীদ ওসমান হাদি প্রমাণ করে গেছেন যে এ দেশের তরুণ সমাজ আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রস্তুত। ঢাকা-১৮ আসনকে একটি পরিকল্পিত, নিরাপদ ও ইনসাফের নগরী হিসেবে গড়ে তোলা হবে, যেখানে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।”