সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনটি ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতি করে ইটভাটা পরিচালনা করায় তাদের জরিমানা করা হয়। সোমবার (২৬ জানুয়ারি) রাতে র‍্যাব-৯ (সিপিসি ১) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরাইল উপজেলার শাহবাজপুর ও কালিকচ্ছ এলাকায় অভিযান চালিয়ে তিন ইটভাটাকে জরিমানা করা হয়। জরিমানা করা ইটভাটাগুলো হলো- শাহবাজপুর এলাকার মেসার্স শিরিন ব্রিকস, মেসার্স লিজা ব্রিকস ও কালিকচ্ছ এলাকার মেসার্স সিয়াম ব্রিকস।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাইল উপজেলার শাহবাজপুর ও কালিকচ্ছ এলাকার তিনটি ইটভাটা কৃষি জমির ক্ষতি করে এবং খাল-বিল, হাওর ও পতিত জায়গা থেকে মাটি কেটে পরিবেশের ক্ষতি করছিল। খবর পেয়ে ইটভাটা গুলোতে অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর এবং র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ওই তিনটি ইটভাটাকে ৭ লাখ টাকা করে ২১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম, র‍্যাব-৯ -এর স্কোয়াড কমান্ডার এসপি মো. আলমগীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান।

র‍্যাব-৯ (সিপিসি ১)-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরনবী বলেন, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা অমান্য করে ইট প্রস্তুত ও ইটভাটা পরিচালনা করায় তিনটি ব্রিকস ফিল্ডকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”