ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন রাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন হাতপাখা প্রতীকের প্রার্থীকে সমর্থনকারী মুফতি সাজেদুল ইসলাম। রাতের বেলায় কে বা কারা ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) তিন রাস্তা মোড়ে নির্বাচনি অফিস পুড়িয়ে দিয়েছে তা আমাদের কেউ জানেন না।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী ইনসাফে বিশ্বাস করে, তারা কারো নির্বাচনি অফিস পুড়াতে পারে না। আমরা এই অফিস পোড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। পাশাপাশি প্রকৃত দোষী ব্যক্তির শাস্তির দাবি জানাচ্ছি।”
এসময় উপস্থিত ছিলেন- বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ হাসিবুল মোল্যা, ৮ নম্বর কলোড়া ইউনিয়নের আমির হাফেজ আ. হান্নানসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
গত রবিবার (২৫জানুয়ারি) মধ্যরাতে বিছালী ইউনিয়নের তিন রাস্তা মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নির্বাচনি অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে অফিসে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিস পুড়ে যায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সেক্রেটারি এস এম নাসির উদ্দিন বলেন, “রবিবার রাতে আমাদের অফিসটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।”
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”