সারা বাংলা

জামায়াত আমিরের জনসভা বিকেলে, খুলনায় প্রস্তুত মঞ্চ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনায় সফর করবেন। বেলা সাড়ে ৩টায় তিনি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। 

খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। এরইমধ্যে মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সার্কিট হাউজ মাঠে জড়ো হতে শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর পৌঁছান। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। 

বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষণ দেবেন। সেখান থেকে তিনি দুপুর ২টায় খুলনায় পৌঁছাবেন এবং বেলা সাড়ে ৩টার দিকে খুলনা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

খুলনার জনসভায় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। 

সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা  মহানগরী আমীর ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান। জনসভায় খুলনার ছয়টি আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত  সংসদ সদস্য প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর ও নির্বাচনী জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “জনসভা বাস্তবায়নে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মঞ্চ, অফিস, শৃঙ্খলা, ডেকোরেশন, পরিবহন, স্বাস্থ্য, পানি, আপ্যায়ন, আবাসন, মেহমান, প্রচার ও মিডিয়াসহ ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মাঠে পর্দা সহকারে নারীদের বসার সুব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সহস্রাধীক স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “খুলনা জেলা প্রশাসন ও কেএমপির কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। জনসভায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে বলে আশা করছি।”