সারা বাংলা

গাজীপুরে তারেক রহমানকে বরণে প্রস্তুত মঞ্চ, অপেক্ষায় নেতাকর্মীরা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুরে ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

দীর্ঘ প্রায় ২১ বছর পর গাজীপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুর এখন সাজ সাজরব। এরইমধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ, অপেক্ষায় প্রহর গুনছেন নেতাকর্মীরা। 

তার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি ময়দান। বিশাল আয়তনের এই ময়দানের চারপাশে নেতাকর্মী এবং দলীয় ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ময়দানের পশ্চিম প্রান্তে নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ। মঞ্চের পিছনে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। পুরো ময়দানকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। লাগানো হয়েছে মাইকসহ সাউন্ড সিস্টেম। গতকাল সোমবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা রাজবাড়ী ময়দানে ভিড় জমাচ্ছেন।

ঐতিহাসিক এই জনসভাকে সাফল্যমন্ডিত করার জন্য গাজীপুরের প্রতিটি উপজেলা এবং সিটি কর্পোরেশনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন দলীয় নেতৃবৃন্দ। বিশাল এই সমাবেশে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

সন্ধ্যা ৬টার দিকে তারেক রহমান আসবেন। তবে নেতাকর্মীরা বেলা ১২টা থেকেই আসতে শুরু করেছেন। এছাড়াও জেলা শহরের বিভিন্ন স্থানে কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল আকারে জনসভাস্থলে যোগ দেবেন। জনসভায় যোগ দিতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য দেবের পক্ষ থেকে একাধিক চিকিৎসা সেবাকেন্দ্র রাখা হয়েছে। 

জানা যায়, তারেক রহমান এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় এসেছিলেন। যার ফলে ২০ বছর ৯ মাস ২৮ দিন পর গাজীপুরে দলীয় কর্মসূচিতে আসছেন।