‘নো হর্ন, নো ডাস্ট’ শীর্ষক এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে গুলশান–২ চত্বরে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, কর্মসূচির অংশ হিসেবে গুলশান–২ ক্রসিং ট্রাফিক সিগন্যালে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে এক মিনিটের জন্য রেড সিগন্যাল রাখা হয়। এ সময় যানবাহনের চালকদের গাড়ি থেকে নেমে এক মিনিট নিরবতা পালনের অনুরোধ জানানো হয়। তখন চালকরা এই উদ্যোগে অংশ নেন এবং পূর্বনির্ধারিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল— নো হর্ন, নো ডাস্ট।
ডিএমপি জানায়, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনসহ পুরো গুলশান এলাকায় অপ্রয়োজনে হর্ন না বাজানো এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার লক্ষ্যে ডিএনসিসি ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। এই এক মিনিট নিরবতা কর্মসূচি ছিল একটি প্রতীকী আয়োজন, যার মাধ্যমে গাড়িচালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য। এ সময় ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মিজানুর রহমান শেলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ১৫০ জন ট্রাফিক সহায়তাকারী উপস্থিত ছিলেন।