অর্থনীতি

স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পুনর্নিয়োগ অনুমোদন হয়নি

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক।  মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে ঋণ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ৮ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঠানো পুনর্নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা করে পুনর্নিয়োগ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে তা অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের জন্য একজন উপযুক্ত ও যোগ্য ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রস্তাব দ্রুত বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। সে প্রস্তাব পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

স্ট্যান্ডার্ড ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে তার পুনর্নিয়োগের বিষয়ে শুরু থেকে বিতর্ক চলছিল। তার পুনর্নিয়োগ নিয়ে ব্যাংকটির ১৬ সদস্যের পর্ষদের দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি পক্ষ হাবিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। তারা বলছে, এর আগে ইউনিয়ন ব্যাংকে কাজ করার সময় তিনি ঋণ জালিয়াতিতে জড়িত ছিলেন। অন্যপক্ষ তাকে পুননিয়োগের পক্ষে ছিল।

এ ছাড়া মো. হাবিবুর রহমান ইউনিয়ন ব্যাংকে কর্মরত থাকাকালে এস আলম গ্রুপের অনুকূলে বড় অংকের অনিয়মিত ঋণ অনুমোদনে সরাসরি জড়িত ছিলেন। তার নেতৃত্বে একাধিক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদানের মাধ্যমে বিপুল অর্থ পাচার করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে।  

২০২৩ সালের ফেব্রুয়ারিতে মো. হাবিবুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং তার আগে এনসিসি ব্যাংক লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।