অর্থনীতি

দুই স্টক এক্সচেঞ্জ একীভূতকরণে অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠক আজ

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) একীভূত করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বুধবার (২৮ জানুয়ারি) অর্থ উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত ও সময়ের ওপর নির্ভর করেই এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জ একীভূতকরণের পাশাপাশি আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এগুলো হলো—ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সাবসিডিয়ারি কোম্পানিতে রূপান্তর করা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা তার প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান, ডিএসই ও সিএসইর চেয়ারম্যান, সিডিবিএল ও সিসিবিএলের চেয়ারম্যান এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত থাকবেন।

বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরেই দুই স্টক এক্সচেঞ্জ একীভূত করার দাবি রয়েছে। তবে তুলনামূলকভাবে সিএসই পিছিয়ে থাকায় ডিএসইর অনেক অংশীজন এ বিষয়ে এখনো পুরোপুরি ইতিবাচক নন। এছাড়া, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ যুক্ত থাকায় তাদের সম্মতিও গুরুত্বপূর্ণ।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম গণমাধ্যমকে বলেন, “বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দেবেন।”