বিনোদন

যে কারণে সিনেমার গান আর গাইবেন না অরিজিৎ

সিনেমার গানে আর কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে এই ঘোষণা দেন ‘তুম হি হো’খ্যাত এই গায়ক।   

এ বিষয়ে অরিজিৎ সিং বলেন, “হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, এখন থেকে আর প্লেব্যাক গায়ক হিসেবে নতুন কোনো কাজ হাতে নেব না। আমি এখানেই এই যাত্রার ইতি টানছি। এটি অসাধারণ ও স্মরণীয় একটি জার্নি ছিল।” 

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন তাদের প্রিয় শিল্পী। ভক্তদের এ প্রশ্নের উত্তর অরিজিৎ তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দিয়েছেন।

অরিজিৎ সিং

অরিজিৎ সিং বলেন, “এই সিদ্ধান্তের পেছনে শুধু একটি কারণ নেই। বরং একাধিক বিষয় রয়েছে। আমি এটি নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। শেষ পর্যন্ত প্রয়োজনীয় সাহস সঞ্চয় করতে পেরেছি।” 

আগ্রহ হারিয়ে ফেলার কথা স্মরণ করে অরিজিৎ বলেন, “কারণগুলোর একটি খুবই সহজ, আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। এজন্য প্রায়ই আমার গানগুলোর অ্যারেঞ্জমেন্ট বদলে ফেলি, আর তা লাইভ পারফরম্যান্সে ভিন্নভাবে উপস্থাপন করি। সুতরাং সত্যিটা হলো—আমি ক্লান্ত হয়ে পড়েছি। ভালোভাবে এগিয়ে যেতে হলে আমাকে ভিন্ন ধরনের সংগীত অন্বেষণ করতে হবে।” 

ভক্তদের প্রতিশ্রুতি দিয়ে অরিজিৎ সিং বলেন, “আমি সত্যিই আশীর্বাদপুষ্ট। আমি ভালো সংগীতের একজন ভক্ত। ভবিষ্যতে ছোট একজন শিল্পী হিসেবে আরো শিখতে চাই, স্বাধীনভাবে সৃষ্টি করার দিকে মনোযোগ দেব। আপনাদের সকল সমর্থনের জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি।” 

অরিজিৎ সিং

যেসব কাজ হাতে রয়েছে, সেসব শেষ করবেন অরিজিৎ। তা জানিয়ে এই শিল্পী বলেন, “আমার হাতে এখনো কিছু কাজ রয়েছে, এসব শেষ করব। তাই এ বছরও আপনারা আমার কিছু কাজ দেখতে পাবেন। পরিষ্কার করে বলতে চাই, আমি সংগীত থেকে বিদায় নিচ্ছি না।” 

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সংগীতযাত্রা। আজ তার অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। মাত্র ৩৮ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী। 

২০০৫ সালে ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মাধ্যমে নজরে আসেন অরিজিৎ সিং। এরপর কম্পোজার শংকর-এহসান-লয় এবং প্রীতমের সহকারী হিসেবে ছয় বছর কাজ করেন। ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার জন্য ‘ইউ শবনামি’ গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি।  

অরিজিৎ সিং

২০১১ সালে ‘মার্ডার-টু’ সিনেমায় ‘ফির মহব্বত’ গানে প্রথম প্লেব্যাক করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৩ সালে ‘আশিকি টু’ সিনেমার ‘তুম হি হো’ গান গেয়ে তারকাখ্যাতির চূড়ায় পৌঁছে যান অরিজিৎ।