সারা বাংলা

রাজশাহী-৩: প্রার্থিতা ফিরে পেলেন হাবিবা বেগম

রাজশাহী-৩ আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম। হাইকোর্টের নির্দেশে মনোনয়ন ফিরে পান তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবা বেগমকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি রাজশাহী-৩ আসনে নির্বাচনি প্রচার শুরু করেছেন।  

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রাজশাহী জেলা প্রশাসকের মুখপাত্র শাহরিয়ার ইসলাম নাফিস। 

তিনি জানান, হাইকোর্টের নির্দেশে রাজশাহী-৩ আসনের প্রার্থী হাবিবা বেগমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। প্রতীক বরাদ্দের আদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এখন ৭ জন প্রার্থী নির্বাচন করছেন। তাছাড়া, রাজশাহীর ৬টি আসনের কোনোটিতেই নারী প্রার্থী ছিল না। হাবিবা বেগম মনোনয়ন ফিরে পাওয়ায় রাজশাহী জেলায় তিনিই একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটে লড়বেন।

হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়নের সিংহমারা গ্রামের মাসুদ রানার স্ত্রী।