বলিউড অভিনেতা ইমরান হাশমি ব্যক্তিগত জীবনে পারভীন হাশমির সঙ্গে ঘর বেঁধেছেন। ২০১০ সালে ৩ ফেব্রুয়ারি এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র আয়ান হাশমি। প্রায় এক যুগ আগে একটি বিকেল ইমরান হাশমির জীবন ওলট-পালট করে দিয়েছিল। রণবীর আলাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ‘মার্ডার’ তারকা।
স্মৃতিচারণ করে ইমরান হাশমি বলেন, “২০১৪ সালে আমার পুত্র যখন অসুস্থ হয়ে পড়ে, সেই সময়টি আমার জীবনের সবচেয়ে কঠিন ছিল। সেই সময়টা ঠিক কতটা কঠিন ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দীর্ঘ পাঁচ বছর এই সময়ের মধ্য দিয়ে গিয়েছি। এক বিকেল আমার জীবন বদলে গিয়েছিল। ১৩ জানুয়ারি, আমরা ব্রাঞ্চে গিয়েছিলাম, ছেলের সঙ্গে বসে পিজ্জা খাচ্ছিলাম। ওই টেবিলে প্রথম লক্ষণ দেখা দেয়।”
পরের ঘটনা বর্ণনা করে ইমরান হাশমি বলেন, “ছেলের প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে থাকে। পরের তিন ঘণ্টার মধ্যেই আমরা ডাক্তারের চেম্বারে পৌঁছাই। ডাক্তার বলেন, ‘আপনার ছেলের ক্যানসার হয়েছে। পরের দিনই তাকে অপারেশন থিয়েটারে নিতে হবে। এরপর কেমোথেরাপি চলবে।’ মাত্র ১২ ঘণ্টার মধ্যে আমার পুরো দুনিয়া ওলট-পালট হয়ে গিয়েছিল।”
পুত্রের সঙ্গে ইমরান হাশমি
সময়ের সঙ্গে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছিল। তারপর জীবন আবার স্বাভাবিক মনে হতে শুরু করে তার। সবকিছু স্থির ও ভালো লাগছিল, তারপর হঠাৎই সব বদলে যায়। ইমরান হাশমির ভাষায়—“আপনি বলতে পারেন, এটি জীবনের উচ্চ পর্যায় ছিল। মনে হচ্ছিল, এবার জীবনটা আমার নিয়ন্ত্রণে। আর ঠিক তখনই মুখে সজোরে একটা ঘুষি লাগে। এটা ঘটতেই পারে।”
পরবর্তী পাঁচ বছর হাসপাতালে কেটেছে ইমরান হাশমির। চিকিৎসা আর সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে সময় পার করেছি। সেই সময়গুলো শিখিয়েছে—সত্যিকারে গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে বেঁচে থাকা, ধৈর্য ধরা আর কৃতজ্ঞ হওয়া। এই অভিজ্ঞতা আমাকে বই লিখতে অনুপ্রাণিত করেছে; যাতে একই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া বাবা-মায়েদের এটি সাহায্য করে।”
পুত্রের সঙ্গে ইমরান হাশমি
ইমরান হাশমির ছেলে এখন সুস্থ এবং ভালো আছে। পেছনে ফিরে তাকিয়ে এই অভিনেতা বলেন—“সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন, কিন্তু একই সঙ্গে সবচেয়ে জীবন-পরিবর্তনকারী অধ্যায়।”
ইমরান হাশমির পুত্র আয়ানের যখন ক্যানসার শনাক্ত হয়, তখন তা প্রথম স্টেজে ছিল। সঠিক চিকিৎসার মাধ্যমে ক্যানসারকে পরাজিত করে আয়ান। ২০১৯ সালে ক্যানসার মুক্ত হয় সে। ক্যানসারের সঙ্গে আয়ানের লড়াইয়ের গল্প দুই মলাটে লিপিবদ্ধ করেছেন ইমরান হাশমি। বইটির নাম দিয়েছেন—‘কিস অব লাইফ: হাউ অ্যা সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’।
স্ত্রী ও পুত্রের সঙ্গে ইমরান হাশমি
ইমরান হাশমি এখন বলিউড ইন্ডাস্ট্রিতেই আটকে নেই। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। গত বছর তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটি দারুণ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে।
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে