কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকারের নির্বাচনি প্রচারে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তার চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারে অংশগ্রহণ ছাড়াও ভাঙা ভাঙা বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে ওয়াং লিনার ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে পোষ্ট করেছেন জাকির হোসেন সরকার।
৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ওয়াং লিনাকে ভাঙা বাংলায় স্বামীর জন্য ভোট চাইতে দেখা যায়।
জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করেন।