খেলাধুলা

বিপিএল খেলার পর মঈনের ইংল্যান্ডের ক্রিকেটে ফেরা 

বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন ইংল্যান্ডের মঈন আলী। এজন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছেন তিনি। 

ইংল্যান্ডের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়ে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিভুক্ত হয়েছেন মঈন। অফস্পিন অলরাউন্ডারকে এবারের টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হানড্রেড টুর্নামেন্টে দেখা যাবে। ইংল্যান্ডের ক্রিকেটে ফেরার খবর মঈন নিজেই দিয়েছেন।

কিছুদিন আগেই বাংলাদেশে বিপিএল খেলে গেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। আবুধাবি টি-টেন টুর্নামেন্টের পর আইএল টি-টোয়েন্টি খেলেছেন। বিপিএল খেলে তিনি ফিরেছেন নিজের দেশে। সেখানে গিয়েই সবাইকে দিলেন চমকে।   

নিজের প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করে মঈন বলেছেন, ‘‘হেডিংলিতে (ইয়র্কশায়ারের মাঠ) খেলতে সবসময়ই ভালোবাসি আমি। এখানকার উইকেট, আবহ, সমর্থকেরা, সব মিলিয়ে জায়গাটিকে বিশেষ করে তোলে। আমার জন্য এটি তরতাজা এক চ্যালেঞ্জ এবং ক্ষুধা নিয়েই সেখানে যাচ্ছি। আমার সব অভিজ্ঞতা সেখানে বয়ে নিতে চাই, নিজের ক্রিকেট উপভোগ করতে চাই, ইয়র্কশায়ারকে সহায়তা করতে চাই।”

গত বছর এই প্রতিযোগিতায় ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছিলেন তিনি। ৮ ম্যাচ খেলার পর গ্লোবাল সুপার লিগ খেলতে চলে যান। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেন। 

মূলত টি-টোয়েন্টি ফেরি করে বেড়াচ্ছেন এই ইংলিশ ক্রিকেটার। এবার আপন ঠিকানায় স্থায়ী হলেন।  টি-টোয়েন্টি ব্লাস্ট শুরুর আগে তাকে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে।