বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার আগমনকে কেন্দ্র করে জনসভাস্থল পাতারহাট আরসি কলেজ মাঠ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রতিনিধি দলকে নিয়ে তিনি জনসভাস্থল পরিদর্শন করেন।
এ সময় বরিশাল-৪ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার বলেন, ‘‘আগামী ৬ ফেব্রুয়ারি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় এতো বেশি লোকের সমাগম ঘটবে শেষ পর্যন্ত আরসি কলেজ মাঠে আমরা জায়গা দিয়ে কীভাবে সামাল দেব ভাবছি।’’