জাতীয়

উত্তরার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার উত্তরায় ১১ নম্বর সেক্টরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৮ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।এখন উদ্ধার অভিযান চলছে।”

এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাজারের বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ বা কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।