রাজনীতি

জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ: রবিউল

জনগণের মধ্যে আস্থা ফিরে আনাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম। তিনি বলেন, “এ আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।”

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কলাবাগান এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, “জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে মানুষের মধ্যে আস্থা বাড়বে, রাজনৈতিক অস্থিরতা কমবে এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরে আসবে। এর মাধ্যমে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন সম্ভব হবে এবং সামাজিক খাতগুলোও কার্যকর হয়ে উঠবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন একটি রাষ্ট্রের মৌলিক চাহিদা, জনগণের সাংবিধানিক অধিকার এবং রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও মনোযোগী হতে হবে। রাজনৈতিক দল ও প্রার্থীরা যদি নির্বাচনি আইন ও আচরণবিধি মেনে চলেন এবং পারস্পরিক সহযোগিতা বজায় থাকে, তাহলে দেশের ইতিহাসের অন্যতম ভালো নির্বাচন আয়োজন সম্ভব।”

তিনি বলেন, “অনাকাঙ্ক্ষিত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা সামগ্রিক নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না।”

বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, “নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।”

আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তৎপরতা বৃদ্ধি করেছে এবং তাদের যথাযথ সমর্থন দেওয়া হলে পরিস্থিতি আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।