মুন্সীগঞ্জে নেতাকর্মীদের ‘অগণতান্ত্রিক’ প্রক্রিয়ায় দল থেকে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে শহর বিএনপির সদস্য সচিবসহ জেলা বিএনপির পাঁচ নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার এলাকায় সংবাদ সম্মেলনে এসে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, জেলা বিএনপি আহ্বায়ক সদস্য শাহাদাত হোসেন সরকার, মাহবুবুর রহমান, আতাউর হোসেন বাবুল ও কাজী আবু সুফিয়ান বিপ্লব।
পদত্যাগকারীরা মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের অনুসারী বলে পরিচিত।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কেন্দ্র থেকে ক্রমাগত জেলার নেতাদের বহিষ্কার করা হচ্ছে। কোনো রকম কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অগণতান্ত্রিক প্রক্রিয়া ও দলীয় গঠনতন্ত্রের বাইরে এসব বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হামলা-মামলার শিকার হলেও দলের জন্য কাজ করা শীর্ষ নেতাদের বহিষ্কার করা হচ্ছে। এঘটনার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে তারা ।
তবে তারেক রহমান ডাকলে তারা ফিরবেন। না হলে নেতাকর্মীদের পদত্যাগের এই ধারা চলতে থাকবে।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিবকে পদ থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদকে বহিষ্কার করা হয়েছে। গত কয়েক দিনে জেলাসহ বিভিন্ন ইউনিটের ডজনের বেশি নেতাকর্মীকে সংগঠনবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।