সারা বাংলা

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মুন্না ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া মুন্না পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুন্না বাড়ি থেকে বেড়িয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্নাকে মৃত ঘোষণা করেন। 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, বিষয়টি রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।