পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষতি ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ করায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কোম্পানিটি উভয় স্টক এক্সচেঞ্জের ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ২০২৪ সালের ২০ বিএসইসির জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের বিতরণ করতে ব্যর্থ হওয়ার জন্য কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। তবে ওই দিনই কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ করা হয়। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থান্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।