জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘শেখ হাসিনা যেমন ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর কথা বলে জাতিকে ঠকিয়েছে; একটি দলও ৩১ দফার জিকির তুলে একইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে।’’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নরসিংদীর ঘোড়াশালে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘‘দেশের রাজনীতিতে সংস্কারের নামে যারা জনগণের সাথে প্রতারণা করছে, তাদের দিন শেষ হয়ে এসেছে।’’
বিএনপিকে ইঙ্গিত করে এনসিপির এই নেতা বলেন, ‘‘একটি দল প্রথম থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করে আসছিল। ফ্যাসিবাদের দোসর হয়ে তারা জনগণকে ৩১ দফার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর তাদের আসল চেহারা উন্মোচিত হয়েছে। তারা জাতির সঙ্গে যে বেইমানি করেছে; সাধারণ মানুষ তা ভুলে যায়নি।’’
তিনি বলেন, ‘‘নির্বাচন সামনে দেখে তারা এখন কথার ফুলঝুরি ছড়াচ্ছে। কিন্তু, ক্ষমতার স্বাদ পেলে তারা একটি প্রতিশ্রুতিও রাখবে না—এটা আমরা নিশ্চিত করে বলতে পারি।’’
রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘যাদের বয়স হয়েছে, আপনারা সম্মানের সঙ্গে অবসরে যান। তরুণ প্রজন্মকে দেশ সংস্কারের সুযোগ দিন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, গত কয়েক দশকের প্রথাগত রাজনীতির চেয়ে তরুণরা এ দেশকে অনেক বেশি সুন্দর ও সুসংগঠিতভাবে গড়ে তুলবে।’’