ইউটিউবে প্রকাশ পেয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খানের নতুন গানচিত্র ‘জগৎ পিতা’। বাবাহারা সন্তানের হাহাকার নিয়ে গানটি লিখেছেন ও সুর করেছে উদীয়মান কণ্ঠশিল্পী ও সুরকার মামুন মন্ডল। সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন।
ইমন খান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানচিত্রের শুটিং করা হয়েছে গাজীপুরের পূবাইলের বিভিন্ন লোকেশনে। চিত্রগ্রহণ করছেন জীবন চন্দ্র দাস।
গীতিকার ও সুরকার মামুন মন্ডল বলেছেন, “যারা বাবাকে হারিয়ে এতিম হয়েছে, তাদের বেদনা ও অসহায়ত্বের কথা তুলে ধরেছি এ গানে। আশা করি, বাবাহারা সব সন্তানসহ সব শ্রেণির শ্রোতাদের মনে এ গানটি যুগ যুগ বেঁচে থাকবে।”